দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট : নুতন জোট গঠনে তৎপর দলগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন এই জোট গঠনে মূল লিয়াজোঁকারীর ভূমিকা পালন করছেন ইসলামিক গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল। এই জোট গঠনে তৎপর হয়েছে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনের জন্য সম্প্রতি মনোনীত বাংলাদেশ সুপ্রিম পার্টিও (বিএসপি)। রয়েছে মিছবাহুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের একাংশ। সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদীর নেতৃত্বাধীন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, মাহবুবুর রহমান চৌধুরীর বাংলাদেশ জনদল, মাওলানা হারিসুল হকের নেজামে ইসলাম বাংলাদেশ, অ্যাডভোকেট জয়নুল আবেদীন খানের দেশপ্রেমিক জনতা দল, ব্যারিস্টার এম হায়দার আলীর পিপলস জাস্টিস পার্টিও থাকতে পারে নতুন এই জোটে।
ইসলামী দলগুলোর বাইরেও এরশাদ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী নাজিম উদ্দিন আল আজাদের বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি), বিএনপির সাবেক নেতা প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার প্রতিষ্ঠিত তৃণমূল বিএনপিকেও দেখা যেতে পারে এই জোটের শরিকের তালিকায়। এছাড়া বিএনপির সাবেক ও বর্তমান একাধিক মিত্রদলের সঙ্গেও যোগাযোগ করছেন নতুন এই জোটের উদ্যোক্তারা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]