ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ১৪-দলীয় জোটে অন্তর্ভুক্তির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছে। কিন্তু জোটের বামপন্থী দলগুলো ও তরীকত ফেডারেশনের বিরোধিতায় তা হয়ে ওঠেনি। তবে তারা যেকোনো পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেওয়া এবং আওয়ামী লীগের সঙ্গে থাকবে। ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী প্রথম আলোকে বলেন, তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ৩০০ আসনেই প্রার্থী দিতে চান তাঁরা।এই ধারার আরেকটি দল হচ্ছে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট। ২০১৮ সালের নির্বাচনের আগে জাতীয় পার্টির মিত্র ছিল তারা। তবে তারাও সরকারঘেঁষা হিসেবে পরিচিত।বাইরে নিবন্ধনহীন নামসর্বস্ব কিছু ইসলামপন্থী দল ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘদিন ধরেই আছে। অবশ্য তাদের নিজস্ব কোনো ‘ভোটব্যাংক’ নেই। আওয়ামী লীগের নেতারা বলছেন, এসব দল সংখ্যা বাড়াতে পারবে। এর মধ্যে রয়েছে মাইজভান্ডারের পীর সৈয়দ সাইফুদ্দিন আহম্মেদ ও মিছবাহুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন লিবারেল ইসলামী জোট। এই জোটে ছয়টি দল আছে। এর মধ্যে সাইফুদ্দিনের বাংলাদেশ সুপ্রিম পার্টি সম্প্রতি নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়ে আলোচনায় এসেছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]