খেরসনে ভোট গ্রহণ কমিটির প্রধান বলেছেন, রাশিয়ায় যুক্ত হওয়ার পক্ষে ভোট পড়েছে প্রায় ৮৭ শতাংশ। স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন বলেছেন, ওই অঞ্চলের ৯৯ দশমিক ২ শতাংশ ভোটারই রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন।
চারটি অঞ্চলের সব ভোট গণনা করা হয়েছে। এসব অঞ্চলের বাস্তুচ্যুত লোকজন রাশিয়ায় ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ প্রাথমিক গণনার বরাত দিয়ে জানিয়েছে, ৯৬ শতাংশের বেশি ভোটার মস্কোর শাসনাধীনে যাওয়ার পক্ষে রায় দিয়েছেন। এখন এই ফলাফলের ভিত্তিতে এসব অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার ঘোষণা দিতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর এসব অঞ্চল পুনর্দখলে ইউক্রেনের প্রচেষ্টাকে রাশিয়ার নিজ ভূখণ্ডের ওপর হামলা বলেই চিত্রিত করতে পারেন তিনি।
গত সপ্তাহে পুতিন ঘোষণা দিয়ে রেখেছেন, রাশিয়ার ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় দেশটির কাছে থাকা সব ধরনের উপায় প্রয়োগ করবেন তিনি। এই ঘোষণার মধ্য দিয়ে কার্যত তিনি পারমাণবিক বোমা হামলার হুমকি দিয়ে রেখেছেন।
পুতিনের মিত্র সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ গণভোটের ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের পদে থাকা মেদভেদেভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় বলেছেন, ‘গণভোট শেষ। ফলাফল সুস্পষ্ট। নিজ আবাস রাশিয়ায় স্বাগত!’
এদিকে এসব ভূখণ্ডকে যুক্ত করার বিষয়ে রাশিয়ার প্রতি বারবার সতর্কতা উচ্চারণ করে ইউক্রেন বলেছে, এ ধরনের পদক্ষেপ শান্তি আলোচনার যেকোনো সুযোগ ধ্বংস করবে। এই গণভোট আয়োজনে যেসব ইউক্রেনীয় রাশিয়াকে সহযোগিতা করেছেন, তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হবে।