ইউক্রেন আত্মসমর্পণ করলেই রাশিয়া ইউক্রেনে তাদের আক্রমণ বন্ধ করবে। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ এই মন্তব্য করেছেন। মঙ্গলবার (২৮ জুন) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।তিনি ইউক্রেন কর্তৃপক্ষকে দেশটির সেনাদের অস্ত্র সমর্পণ করার নির্দেশ দিতে আহ্বান জানিয়েছেন। পেসকভ বলেন, ‘আজকের দিন শেষ হওয়ার আগে ইউক্রেনীয় পক্ষ সবকিছু বন্ধ করে দিতে পারে।’ তিনি আরও বলেন, ‘জাতীয়তাবাদী ইউনিটগুলোকে তাদের অস্ত্র সমর্পণ করার জন্য একটি আদেশ প্রয়োজন।’ তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার বলে আসছেন, তার বাহিনী আত্মসমর্পণ করবে না এবং এই যুদ্ধে তারাই জিতবে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১২৫ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।