রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ৩০০ দিন পেরিয়েছে। প্রথম দিকে জোরালো হামলা চালাচ্ছিল রাশিয়া। মাঝে কিছুদিন হামলার মাত্রা কমে এসেছিল। ইউক্রেনে শীত জেঁকে বসার সঙ্গে সঙ্গে সেই হামলা আবারও জোরদার করেছে রুশ বাহিনী। এখন এই যুদ্ধে পরিসমাপ্তি চাইছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে যুদ্ধের ইতি টানতে বল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোর্টে ঠেলে দিয়েছেন তাঁরা।
সিএনএনের খবরে বলা হয়েছে, বুধবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন জো বাইডেন। এই বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করেছেন তাঁরা। সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, “আমরা দুজনই চাই যুদ্ধ শেষ হোক। আমি যেমনটা বলেছি, এই যুদ্ধ আজই থেমে যেতে পারত যদি পুতিনের সেই সম্ভ্রম থাকত এবং ঠিক কাজটি করতে পারতেন এবং তিনি যদি (সেনাদের) বলতে পারতেন, ‘ফিরে আসুন’।” বাইডেন আরও বলেন, কিন্তু এমনটা ঘটবে আনা। এখন এমন ঘটবে না।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]