শিরোমনি ডেস্ক রিপোর্ট: ইউক্রেন যুদ্ধ সুস্পষ্ট দুটি প্রতিপক্ষকে সামনে এনেছে। একটি পক্ষে ইউক্রেনসহ পশ্চিমা বিশ্ব। আরেকটি পক্ষে রাশিয়া ও তাঁর পূর্ব ইউরোপের মিত্ররা। দ্বিতীয় পক্ষে শক্তিশালী দেশের সংখ্যা কম। কিন্তু এ দুপক্ষের বাইরে গিয়ে দুটি দেশ বাণিজ্য চাঙা করেছে। এরা হলো চীন ও ভারত।
অবস্থা দৃষ্টিতে, ইউক্রেনের ঘর যখন পুড়ছে, তখন তা নেভানোর চেষ্টা না করে সুযোগ বুঝে সেখানে আলু পোড়া দিয়ে খাওয়ার চেষ্টায় মত্ত রয়েছে এ দুই দেশ।
কীভাবে সেটা হচ্ছে, পরিসংখ্যানে নজর দিলেই স্পষ্ট হয়ে উঠবে। ভারতের কেন্দ্রীয় সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ভারত রাশিয়া থেকে যে পরিমাণ পণ্য আমদানি করেছে তার মূল্যমান ৩ হাজার ২৮৮ কোটি মার্কিন ডলার (৩ লাখ ৪৫ হাজার ২৪০ কোটি টাকা প্রায়)। বার্তা সংস্থা রয়টার্সের দেওয়া তথ্য অনুসারে, এর আগে বছর অর্থাৎ ২০২১ সালে ঠিক এই সময়ে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল মাত্র ৬৫৮ কোটি ডলার। অর্থাৎ ভারত রাশিয়ার মধ্যে বাণিজ্য বেড়েছে প্রায় পাঁচ গুণ।
রাশিয়ার কাছ থেকে ভারত সবচেয়ে বেশি কিনেছে তেল। গত কয়েক মাস ধরেই দেশটি থেকে তেল কেনায় রেকর্ড গড়ছে ভারত। ভারতের ইকোনমিক টাইমসের তথ্যানুযায়ী, গত জানুয়ারিতে রাশিয়ার কাছ থেকে দিনে ১৪ লাখ ব্যারেল তেল কিনেছে ভারত। ওই মাসে ভারত বিশ্ববাজার থেকে যত তেল কিনেছে, এর ২৮ শতাংশই কিনেছে রাশিয়া থেকে। অথচ ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা পাঠানোর আগে রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনার পরিমাণ ছিল শূন্য দশমিক ২ শতাংশ। এক বছরে তা ২৮ শতাংশে উঠেছে।