শিরোমনি ডেস্ক রিপোর্ট: রাশিয়া - ইউক্রেন যুদ্ধ অবসানে ভারতের সঙ্গে কাজ করার প্রত্যাশা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ভারতের নৈতিকভাবে কথা বলার সক্ষমতা রয়েছে।
যুদ্ধ শেষ করতে ভারত কী ভূমিকা রাখতে পারে, এমন প্রশ্নের উত্তরে প্রাইস বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, এটি যুদ্ধের যুগ নয়। মোদির এই বক্তব্য যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং অন্যান্য দেশের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ।
নেড প্রাইস আরও বলেন, ‘জি–২০ সম্মেলনের আয়োজক হিসেবে ভারত ও বন্ধুদেশগুলোকে যুদ্ধ বন্ধে অবশ্যই ভূমিকা রাখতে হবে। ভারতের সঙ্গে আমাদের কৌশলগত সম্পর্ক রয়েছে। রাশিয়ার সঙ্গেও ভারতের সম্পর্ক রয়েছে
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]