রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ২ জানুয়ারি ২০২৫ | ১৮ পৌষ ১৪৩১ | ১ রজব ১৪৪৬
ইউপি নির্বাচন উপলক্ষে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন
মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে সামনে রেখে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার ও দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। ভোটের সুষ্ট পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।মঙ্গলবার(২৬ অক্টোবর)দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেবাংশু কুমার সিংহ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অবাধ সুষ্ট এবং নিরপেক্ষ করার লক্ষে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের পেস্কারগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়, বোগলা রোসমত আলী রামসুন্দর স্কুল এন্ড কলেজ, কৈয়াজুরী কমিউনিটি ক্লিনিক কেন্দ্র, গাছগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি উপস্থিত ভোটারদের সাথে কথা বলেন। তিনি প্রতিদ্বন্দি প্রার্থীসহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করে বলেন, নির্বাচনকে অবাধ সুষ্ট করতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কেউ কোন ধরনের বিশৃংক্ষলার চেষ্টা করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.