ইউরোপে টিকা সরবরাহ ৬০ শতাংশ কমালো অ্যাস্ট্রাজেনেকাইউরোপে ভ্যাকসিন সরবরাহ ৬০ শতাংশ কমালো অ্যাস্ট্রাজেনেকা
ইউরোপীয় ইউনিয়নকে এই বছরের প্রথমার্ধে ৬০ শতাংশ কম অক্সফোর্ডের ভ্যাকসিন সরবরাহ করবে ফার্মা জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকা। মার্চ মাসের শেষ নাগাদ ২৭টি দেশের এই অঞ্চলকে ৮কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে বলে জানিয়েছিলেন কর্মকর্তারা। তবে উৎপাদন ঘাটতির জন্য এখন ৩ কোটি ১০ লাখ ডোজ ভ্যাকসিন পাবে ব্লকটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইউরোপীয় কমিশনের স্বাস্থ্য সচিব স্টেলা কিরিয়াকাইডস টুইটারে জানিয়েছেন, ইইউ ও সদস্য রাষ্ট্রগুলো ভ্যাকসিন ডোজ কমে যাওয়াতে গভীর হতাশা ব্যক্ত করেছেন।
অ্যাস্ট্রাজেনেকার এক বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপে অনুমোদন পাওয়ার পর ভ্যাকসিন সরবরাহে আমাদের কোনও বিলম্ব হবে না। তবে ইউরোপীয় সাপ্লাই চেইনে উৎপাদন জটিলতার জন্য প্রাথমিকভাবে যে প্রাক্কলন করা হয়েছিল ভ্যাকসিনের পরিমাণ সেটির চেয়ে কম হবে।
এতে আরও বলা হয়েছে, ফেব্রুয়ারি ও মার্চে ইউরোপীয় ইউনিয়নে কয়েক কোটি ডোজ সরবরাহ করা হবে। কারণ আমরা উৎপাদনের পরিমাণ বাড়িয়ে দিচ্ছি।
ইইউ এখনও অক্সফোর্ডের ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেয়নি। আশা করা হচ্ছে ২৯ জানুয়ারি এই অনুমোদন দেওয়া হবে।
এর আগে মার্কিন কোম্পানি ফাইজারও ইউরোপীয় ইউনিয়নে ভ্যাকসিন সরবরাহ কমানোর ঘোষণা দিয়েছে। তবে কোম্পানির পক্ষ থেকে কোনও কারণ উল্লেখ করা হয়নি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]