করোনা সংক্রমণ ঠেকাতে ইতালিতে আবারো তিন দিনের কঠোর লকডাউন শুর হয়েছে।
দেশটির সব অঞ্চলে এ মুহূর্তে সর্বোচ্চ মাত্রার কড়াকড়ি অর্থাৎ ‘রেড জোন’ জারি করা আছে। ইতালিতে চলমান তৃতীয় ঢেউ বা থার্ড ওয়েবে ইতিমধ্যে দৈনিক ২০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছে।
দেশটিতে অপ্রয়োজনীয় চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে ইস্টারে জনসাধারণ নিজ নিজ বাড়িতে দুজন একসাথে খাওয়া-দাওয়া করতে পারবে।
এদিকে প্রার্থনালয়গুলো খোলা থাকলেও পুণ্যার্থীদের নিজ নিজ অঞ্চলে সেবা নিতে বলা হয়েছে। দ্বিতীয় বছরের মতো, পোপ ফ্রান্সিস জনমানব শুন্য সেন্ট পিটার্সবার্গে ইস্টার বার্তা দেবেন।
ইতালিতে এ পর্যন্ত ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। ৩ কোটি ৬ লাখ ২৯ হাজার মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
খবর বিবিসি
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]