মার্কিন রাজনীতির দেড়শ' বছরেরও বেশি সময়ের ইতিহাস ভেঙ্গে হোয়াইট হাউজ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ নেয়ার আহ মুহূর্তেই হোয়াইট হাউজ ছাড়লেন ট্রাম্প। হোয়াইট হাউজ ছেড়ে ফার্স্ট লেডি মেলানিয়াকে নিয়ে মেরিল্যান্ডের আন্দ্রেও বিমানঘাঁটিতে ট্রাম্প। সেখানে তাকে শেষবারের মতো সামরিক অভিবাদন দেয়া হয়। এ সময় তার সম্মানে দেয়া হয় ২১টি তোপধ্বনি।
এ সময় দেয়া সংক্ষিপ্ত ভাষণে ট্রাম্প বলেন, 'চার বছর দুর্দান্ত কেটেছে।' ক্ষমতায় থাকাকালীন অনেক কিছু সম্পাদক করতে পেরেছেন বলেও উল্লেখ করেন ট্রাম্প।
ট্রাম্প আগেই জানিয়েছিলেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি থাকবেন না। ট্রাম্পের বিরুদ্ধে বার বার অঙ্গিকার ভঙ্গের অভিযোগ থাকলেও এবার নিজের কথা রাখলেন ট্রাম্প। প্রতিশ্রুতি অনুযায়ী বাইডেনের শপথ গ্রহণের আগেই স্থানীয় সময় বুধবার সকালে ফার্স্ট লেডি মেলনিয়া ট্রাম্পকে নিয়ে হোয়াইট হাউজ ছাড়েন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট।
ডোনাল্ড ট্রাম্প মার্কিন ইতিহাসের চতুর্থ প্রেসিডেন্ট যিনি উত্তরসূরির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকেননি।
এদিকে, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। শপথ অনুষ্ঠানকে ঘিরে নেয়া নজিরবিহীন নিরাপত্তা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]