রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
ইরানে ২৬ দিনে ৫৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর
আইএইচআর’-এর দাবি, হিজাব বিতর্ক ঘিরে প্রতিবাদ-বিক্ষোভে জর্জরিত দেশের নাগরিকদের মধ্যে আতঙ্ক উস্কে দিতেই এই পদক্ষেপ দেশটির প্রশাসনের। তবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ৫৫ জনই যে হিজাব বিতর্কে অংশ নিয়েছিলেন তা নয় বলে রিপোর্টে বলা হয়েছে।
বিভিন্ন মহলের দাবি, দেশটির প্রশাসনের বিরুদ্ধে গেলে পরিণতি যে কতটা কঠোর হতে পারে তা প্রমাণ করতেই এই মৃত্যুদণ্ডের হার বাড়ানো হয়েছে।
মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে তিন তরুণের মৃত্যুদণ্ড দিয়েছে ইরান।
এ ছাড়া আইএইচআর-এর পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভে সম্পৃক্ততা থাকার অপরাধে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং ৩৭ জনের মাদক সংক্রান্ত অপরাধের কারণে। আরও অন্তত ১০৭ জন মৃত্যুদণ্ড কার্যকরা করা হতে পারে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতের মৃত্যুদণ্ড কার্যকরের হার বেড়েছে ইরানে। আইএইচআরের দাবি, ইরানের মৃত্যুদণ্ডের পেছনে কারণ হচ্ছে রাজনৈতিক।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.