রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রবিউল হাসান রাজিব ফরিদপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ফরিদপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।২৭শে সেপ্টেম্বর ২০২১ সোমবার বেলা ১১.০০ টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ জিয়া হায়দার চৌধুরী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল্লাহ মোঃ আহসান, সদর উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলমসহ বিভিন্ন উপজেলার উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা মৎস কর্মকর্তা ও মৎসজীবী সমিতির সদস্যবৃন্দ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী।অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প উপ প্রকল্প পরিচালক মোঃ মাহবুবুর রহমান।উন্মুক্ত আলোচনায় মধুখালি উপজেলার মৎসজীবী সমিতির মুন্সি বেনজির আহমেদ বলেন, নদীর তীরে বিভিন্ন কলকারখানার বর্জ্য সরাসরি নদীতে পড়ায় পানি দুষিত হয়, এতে ইলিশসহ অন্যান্য মাছের ক্ষতি হয়।যদি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা যায় তাহলে এ সমস্যা দুর করা সম্ভব।মৎসজীবী সমিতির আরেক সদস্য জয়নাল মোল্লা বলেন নদীতে যে নৌকা নিয়ে মাছ ধরে বা যারা ধরে তাদেরকে কঠোর শাস্তি দেন। তবে ঘাটে ভিড়ানো নৌকা ধ্বংস না করতে অনুরোধ জানান। তিনি বলেন, নৌকা ঘাটেই বাঁধা থাকে, সব নৌকা এ সময় মাছ ধরার কাজে ব্যবহার করা হয় না। এছাড়াও তারা তাদের নানামুখী সমস্যার কথা অতিথিদের সামনে তুলে ধরেন এবং এ সকল সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.