জামালপুর প্রতিনিধি \ জামালপুরের ইসলামপুরে গোয়ালেরচর ই্উনিয়ন পরিষদের সদস্য কর্তৃক প্রতিবন্ধী শ্লীলতাহানীর ঘটনা ধামাচাপা দিতে গিয়ে চেয়ারম্যান লাঞ্চিত হয়েছে।
এলাকাবাসী মোজাফ্ফর আলী, আঃ সালাম, ইয়ানুস, রেজ্জাক আলী, ফালু শেখ, খালেক মিয়া, শফিজ উদ্দিন জানায়- শ্রীবরদি উপজেলার চাংপাড়া গ্রামের আব্দুল্লাহ মিয়ার কন্যা বাবা-মা হারিয়ে প্রতিবন্ধী হনুফা আক্তার(৩২) ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে মামার বাড়িতে আশ্রয় নেয়। চেয়ারম্যান তাকে একটি ভিজিডি কার্ড করে দেন। গত ২ সেপ্টেম্বর(শনিবার) ইসলামপুর খালেদ মোশারফ ব্রীজ মোড়ে গোয়ালের চর ইউপির অস্থায়ী গোদাম ঘরে মাসিক বরাদ্ধের চাল উত্তোলন করতে আসেন হনুফা আক্তার। চাউল উত্তোলন করতে সন্ধ্যা হলে ওয়ার্ড মেম্বার ইয়াজল মিয়া তাকে পৌছে দেওয়ার কথা বলে তাকে মটর বাইক যোগে ভাটিপাড়া নিয়ে গিয়ে স্থানীয় মোশারফের বিল্ডিং ঘরে নিয়ে র্ধষনের চেস্টা করে। এ সময় প্রতিবন্ধীর ডাক চিৎকারে ওই ওয়ার্ড মেম্বার সটকে পড়ে। এ ঘটনায় চেয়ারম্যান হারুন অর রশিদ মঙ্গলবার বিকালে মাদরাসা মাঠে বিচার বসিয়ে দামাচাপা দেওয়ার চেস্টা করলে ক্ষুব্দ এলাকাবাসী চেয়ারম্যানকে লাঞ্চিত করে। এ ঘটনায় চেয়ারম্যান হারুন অর রশিদের সাথে যোগাযোগ করার চেস্টা করে ফোন বন্ধ থাকায় তাকে পাওয়া যায়নি।\