রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
ইসলামপুর গাছতলায় ডাকাতিয়ার ভাঙ্গন স্থান পরিদর্শন
সোহাঈদ খান জিয়া, চাঁদপুর জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা গ্রামে ডাকাতিয়ার ভাঙ্গনস্থান পরিদর্শন করেন পাউবোর কর্মকর্তাসহ জনপ্রতিনিধিগণ। এ সময় পাউবো কর্মকর্তা যত দ্রুত সম্ভব ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।গতকাল শনিবার সকালে এ ভাঙ্গন স্থান পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেফাত জামিল, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ নকিব আল হাসান, উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল ও ইউপি সদস্য জাকির খান। এ সময় এলাকার লোকজন উপস্থিত ছিলেন।ডাকাতিয়া নদীর ভাঙনের মুখে আছে ইসলামপুর গাছতলা গ্রামের ২ শতাধিক পরিবার। এই ভাঙনে ইতিমধ্যে প্রায় ৫০টি পরিবারের বসতভিটা, বাগান ও প্রায় ১৫ একর আবাদি জমি বিলীন হয়ে গেছে। বর্তমানে বেশি হুমকির মুখে থাকা বাড়িগুলো যে কোনোসময় ডাকাতিয়া নদী গ্রাস করতে পারে। বাড়িগুলো হচ্ছে : খান বাড়ি, ডিলার বাড়ি ও জমাদ্দার বাড়ি।চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী রেফাত জামিল বলেন, এখানে স্থায়ীভাবে ভাঙ্গন রোধকল্পে দীর্ঘ পরিকল্পনা রয়েছে । বর্তমানে ভাঙন রক্ষা করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। যত দ্রুত সম্ভব ভাঙন রোধে ব্যবস্থা নেয়া হবে। আর যাতে কোনো পরিবারকে তাদের বসতভিটা হারাতে না হয় সে ব্যবস্থা নেয়া হচ্ছে। চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম নাজিম দেওয়ান বলেন, ভাঙ্গন রোধে মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে যোগাযোগ করবো যাতে দ্রুত ব্যবস্থা নেয়া যায় এবং তিনি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে অনুরোধ করেন বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্যে।বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল বলেন, দীর্ঘদিন যাবত ইসলামপুর গাছতলা গ্রামটি ডাকাতিয়া নদীতে ভেঙ্গে যাচ্ছে। প্রায় ৫০টি পরিবারের বসতভিটা ডাকাতিয়ায় বিলীন হয়ে গেছে। বর্তমানে ২ শতাধিক পরিবার হুমকির মুখে রয়েছে। ভাঙ্গনকবলিত স্থান দ্রুত রক্ষা না করলে যে কোনো সময় অন্য বাড়ি-ঘর বিলীন হয়ে কেয়ারের সড়কও বিলীন হয়ে যেতে পারে। ভাঙ্গন রোধকল্পে মাননীয় শিক্ষামন্ত্রীকে অবহিত করবো। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এ স্থান রক্ষা করার জন্য কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নিবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.