শিরোমনি ডেস্ক রিপোর্ট: ঈদ উল ফিতরের আগে ও পরে মহাসড়কগুলোতে বড় ধরনের দুর্ঘটনা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে হেলিকপ্টার প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ ও র্যাবকে এ নির্দেশনা দেওয়া হয়, যাতে কোনও দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধার অভিযান চালানো যায়। একইসঙ্গে ছুটির দিনগুলোতে বিভিন্ন সড়ক, মহাসড়ক ও নৌপথে আকস্মিক দুর্ঘটনায় উদ্ধার কাজ চালাতে ফায়ার সার্ভিস, রেসকিউ বোট, ডুবুরি, আগুন নেভানোর সরঞ্জামাদিসহ অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখতেও বলা হয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে কোস্ট গার্ডকে। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়কের শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদর দফতর ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কন্ট্রোল রুম স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।