দৈনিক শিরোমণি ডেস্ক :ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটিতে সারা দেশ। এ সময়টায় পর্যটকদের ঢল নামবে বলে প্রত্যাশা পটুয়াখালীর কুয়াকাটার পর্যটননির্ভর ব্যবসায়ীদের। পর্যটকদের ভ্রমণ উপভোগ্য করে তুলতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে হোটেল-মোটেল কর্তৃপক্ষ। কুয়াকাটার নৈসর্গিক দৃশ্য উপভোগে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন।গত বছর পদ্মা সেতু চালুর পর থেকেই কুয়াকাটায় পর্যটকদের আগমন বাড়ছে। সেখানকার পর্যটননির্ভর ব্যবসায়ীদের ধারণা, এবারের ঈদে অন্তত দুই লাখ পর্যটকের আগমন ঘটতে পারে কুয়াকাটায়। কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের (কুটুম) সাধারণ সম্পাদক হোসাইন আমির প্রথম আলোকে বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর কুয়াকাটায় প্রচুরসংখ্যক পর্যটকের ভিড় লক্ষ করা যাচ্ছে। এখানে একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করা যায়। কুয়াকাটার এ সৈকতে আসতে ঢাকা থেকে কক্সবাজারের চেয়ে কম সময় লাগে। তাই ভ্রমণপিপাসুরা কুয়াকাটা সৈকত বেছে নিচ্ছেন।