1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:২২ অপরাহ্ন

ঈদের দ্বিতীয় দিনে পর্যটকে মুখর কুয়াকাটা সৈকত

মো: যুবরাজ মৃধা,পটুয়াখালী জেলা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

মোঃ যুবরাজ মৃধা পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ ঈদের দ্বিতীয় দিনে পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকতে অর্ধলাখ পর্যটক আনন্দ-উল্লাসে মেতে উঠেছে। সকাল থেকে সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা সৈকতে ভিড় জমিয়েছে ভ্রমণ-পিপাসুরা। হাজার হাজার পর্যটকের পদ চারণায় মুখর হয়ে উঠেছে সাগর-কন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্রসৈকত।

রোববার (২৩ এপ্রিল) কুয়াকাটা সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, ঈদ আনন্দ উপভোগ করতে বিভিন্ন বয়সের অন্তত অর্ধলাখ পর্যটক সৈকতে নেমেছে। সৈকতে আগত এসব পর্যটকরা সমুদ্রে নেমে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছেন। কেউ কেউ ওয়াটার বাইকে গভীর সমুদ্রে ঘুরে, গোড়ার পিঠে চড়ে, প্রিয়জনের সঙ্গে ছবি তুলে ঈদ আনন্দ উপভোগ করছেন। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। বাস, মাইক্রোবাস প্রাইভেটকার, পিকআপ, মোটরসাইকেল ও অটোরিকশা নিয়ে কুয়াকাটা আসেন নানা বয়সী ভ্রমণ-পিপাসুরা। পর্যটকের আগমনে ব্যবসায়ীদের কর্মচঞ্চলতা বৃদ্ধি পেয়েছে। আজকের কেনাবেচা তারা খুশি হয়েছেন।

সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ী রিপন হাওলাদার বলেন, আজকে ঈদের দ্বিতীয় দিনে কুয়াকাটা রেকর্ড সংখ্যক পর্যটক এসেছেন। আমাদের কেনাবেচা খুব ভালো। এভাবে কেনাবেচা থাকলে রমজান মাসের লোকসান কাটিয়ে উঠতে পারব।

মাদারীপুরের শিবচর থেকে আসা পর্যটক নাহিদ হাসান বলেন, বন্ধুদের নিয়ে ঘুরতে কুয়াকাটায় এসেছি। এখানে এসে অনেক আনন্দ পেয়েছি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোরম।

কুয়াকাটার পার্শ্ববর্তী উপজেলা আমতলী থেকে ঘুরতে এসেছেন আফিয়া সুলতানা। এ সময় তিনি বলেন, কুয়াকাটায় এ পর্যন্ত ২০ বারের বেশি এসেছি। এখানে বার বার আসতে ইচ্ছে করে। এবার আমার বিশেষ গেস্ট নিয়ে এসেছি। কুয়াকাটা সমুদ্রসৈকতে যতবার আশি ভালো লাগে।

আবাসিক হোটেল সি-ভিউ ম্যানেজার সোলায়মান ফরাজী বলেন, দ্বিতীয় দিন থেকে আমার হোটেলের সবগুলো কক্ষ বুকিং আছে। পদ্মা সেতু উদ্বোধনের পর প্রথম ঈদের ছুটিতে রেকর্ড সংখ্যক পর্যটক আসছেন।

কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এসোসিয়েশনের (কুটুম) সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন, রমজানের একমাস পর্যটক শূন্য ছিল কুয়াকাটা। তবে ঈদের দিন থেকেই আসতে শুরু করেছে পর্যটক। আজ ভ্রমণ-পিপাসুদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে কুয়াকাটা সমুদ্র সৈকত। এতে ব্যবসায়ীদের মনে শান্তি ফিরে এসেছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন বলেন, আজ কুয়াকাটায় হাজার হাজার পর্যটক এসেছে। এখানে পর্যটকদের মেলা বসেছে। পর্যটকদের নিরাপত্তার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ট্যুরিস্ট পুলিশ এবং থানা পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। তাছাড়া কুয়াকাটা সমুদ্র সৈকতকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

তিনি আরও বলেন, হোটেল-মোটেলে ভাড়া নির্ধারণ করা হয়েছে এবং খাবার হোটেল-রেস্টুরেন্টে মূল্য তালিকা টা নিয়ে দিয়েছি। আগত পর্যটকদের ভিক্ষুকসহ বহিরাগতরা যাতে বিরক্ত না করতে পারে, সেজন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। যানজট মুক্ত রাখার জন্য কুয়াকাটা পৌর নির্মাণাধীন বাসস্ট্যান্ড উদ্বোধনের আগে উন্মুক্ত করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ হাসনাইন পারভেজ বলেন, আজকে কুয়াকাটা সমুদ্রসৈকতে প্রচুর সংখ্যক পর্যটক এসেছেন। আগামীকাল আরও পর্যটকদের সংখ্যা বাড়তে পারে। আগত পর্যটকদের নিরাপত্তা দিতে আমাদের টহল জোরদার করা হয়েছে। এখানকার প্রত্যেকটি দর্শনীয় স্থানে পোশাকধারী পাশাপাশি সাদা পোশাকের পুলিশ রয়েছে।

Facebook Comments
৪ views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি