ঈদে সালমান খানের সিনেমা মুক্তি পাবে না, এমনটা হলে যেন বলিউডপ্রেমীদের ঈদ পূর্ণতা পায় না। আসছে ঈদে সেই পূর্ণতা দিতে আসছেন এ সুপারস্টার। নিজেই সেই খবর জানিয়েছেন সালমান খান।
ইনস্টাগ্রামে এক বিবৃতিতে সালমান খান নিশ্চিত করেছেন, ২০২১ সালের ঈদে মুক্তি পাচ্ছে তাঁর বহুল আলোচিত সিনেমা ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’।
গেল বছরের অক্টোবরে বলিউড হাঙ্গামা জানিয়েছিল, সিনেমাটির একটি গান ও কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং বাকি ছিল। খুব দ্রুতই ১৫ দিনের লটের শুটিংয়ে সিনেমার দৃশ্যধারণ শেষ হবে।
সালমান খান ফিল্মস, সোহেল খান প্রোডাকশনস এবং রিল লাইফ প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের ব্যানারে সিনেমাটি পরিচালনা করছেন প্রভুদেবা। ২০১৯ সালের অক্টোবরে পোস্টার মুক্তির মাধ্যমে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। গেল বছরের ঈদে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। সিনেমাটিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দিশা পাটানি। এ ছাড়া সিনেমাটিতে দেখা যাবে জ্যাকি শ্রফ, জরিনা ওয়াহাব, রণদীপ হুদাসহ অনেককে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]