মোঃ যুবরাজ মৃধা পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-ঈদে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে হাজারো পর্যটক। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকাল থেকে এসব পর্যটকের আগমন ঘটে। সৈকতে আগত এসব পর্যটকরা সমুদ্রে সাতার কাটাসহ প্রিয়জনের সাথে ছবি তুলে দিনটি উপভোগ করছেন। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। তবে সমুদ্র সৈকতে আগত পর্যটকরা বেশির ভাগই স্থানীয় বলে জানিয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আগত এ সকল পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ট্যুরিষ্ট পুলিশের তৎপরতা লক্ষ করা গেছে।
বরিশাল থেকে আগত পর্যটক মোঃ রিমন জানান,আজকের বেশীরভাগ পর্যটক বরিশাল বিবাগের।গাজীপুর থেকে আসা বাবু ও প্রিয়াঙ্কা দম্পতি জানান, ছুটিতে বেড়াতে এসেছি। কুয়াকাটা এখন অনেকটাই ফাঁকা। সৈকতে অনেক সংখ্যক লোক থাকলেও হোটেলগুলো খালি। আমরা বিভিন্ন দর্শনিয় স্পট ঘুরেছি। কুয়াকাটা সবসময়ই আমাদের কাছে টানে।
হোটেল খান প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাসেল খান বলেন ঈদের দ্বিতীয় দিন থেকে আমাদের টানা বুকিং রয়েছে। পর্যটকদের মানসম্মত সেবা দিতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আরেক হোটেল ব্যবসায়ী ইয়াসিন শেখ বলেন, ইদের দিন সৈকতে যারা হৈ-হুল্লোড় করছেন তারা অধিকাংশই আশপাশের এলাকার যারা সূর্যাস্ত দেখে ফিরে যাবেন আপন গন্তব্যে। কাল থেকে দুর দূরান্তের পর্যটকরা আসবেন। মুখরিত হবে কুয়াকাটা।
কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের ওসি হাসনাইন পারভেজ বলেন, আজকের পর্যটক বেশীরভাগই এ অঞ্চলের,পর্যটকদের আনাগোনা এখনও শুরু হয়নি রবিবার দুপুর থকে আগামী কয়েকদিন কুয়াকাটা পর্যটকদের পদচারণায় মুখরিত হযে উঠবে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে প্রস্তুত টুরিস্ট পুলিশ। ইতিমধ্যে নানাবিধ আয়োজন করা হয়েছে।