রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
উচ্চশিক্ষা অর্জন করে ব্যারিস্টার হলেন মৌসুমী আক্তার
মিন্টু মিয়া, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ উচ্চশিক্ষায় শিক্ষিত মৌসুমী আক্তার উচ্চতর ডিগ্রী অর্জন করে হলেন ব্যারিস্টার। তিনি ২৫ মে ১৯৮৭ সালে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রৌমারী গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে পিতা মিজানুর রহমান (রঞ্জু) ও মাতা হাসনাবানু'র কোল আলোকিত করে নানার বাড়িতে জন্ম গ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস রৌমারী মহিলা কলেজপাড়ায়। সস্প্রতি তিনি বার এট ‘ল’ (ব্যারিষ্টার) হওয়ার উদ্দেশ্যে ইংল্যান্ড বার স্ট্যান্ডার্ড বোর্ড এর অধীনে এবং বিপিপি ইউনিভার্সিটি অফ লন্ডন তত্ত্বাবধায়নে ব্রিটিশ 'ল'র উপর পরীক্ষা দিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। তিনি ২০১৬ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য (অ্যাডভোকেট) এবং ২০১৮ সালে ইনকাম টেক্স ‘ল' ইয়ার হন। তিনি রৌমারী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হন, পরে রৌমারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং রৌমারী মহিলা মহাবিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে স্টামফোর্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে 'ল' ডিগ্রি (এলএলবি) এবং মাস্টার্স অফ 'ল' (এলএলএম) ডিগ্রি অর্জন করেন। তিনি কল টু দ্যা বার এর আনুষ্ঠানিকতা সম্পন্ন করার উদ্দেশ্যে কিছু দিনের মধ্যেই লন্ডনের পথে পাড়ি জমাবেন। তিনি তার পরিবারের সকলের জন্য দোয়া চেয়েছেন। ব্যারিষ্টার মৌসুমী আক্তার এক সাক্ষাতকারে বলেন, আমার নিজ এলাকায় অনেক হতদরিদ্র ও নির্যাতিত পরিবার আইনের আশ্রয় নিতে গিয়ে দিনের পর দিন কোর্টের বারান্দায় গিয়ে হয়রানির শিকার হচ্ছে। তাই আমার দায়িত্ববোধ থেকে এলাকার মানুষের জন্য রৌমারীতে লিগ্যাল এইড অফিস খুলবো। যেখান থেকে অসহায় মানুষ বিনামুল্যে আইনগত পরামর্শ পাবেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.