জয়পুরহাটে ট্রেন দুর্ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টার দিকে সদরের পুরানপৈল রেলগেটে উত্তরা এক্সপ্রেস একটি লোকাল বাসকে ধাক্কা দেয়। এতে ১১ জন নিহত হন। আহত হন ৬ জন।
সদর থানার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রেনের দায়িত্বরত কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়। সকাল ৯টার দিকে পাবর্তীপুর থেকে উদ্ধারকারী একটি ট্রেন রওনা দিয়েছে। ট্রেন যোগাযোগ স্বাভাবিক হতে ৫ থেকে ৬ ঘণ্টা সময় লাগতে পারে।
স্থানীয় পুলিশ প্রশাসন, বিজিবি ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
দুর্ঘটনার পরই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম। ঘটনাস্থল থেকে তিনি জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]