মোঃ রুবেল আহমেদ, বিশেষ প্রতিনিধি টাঙ্গাইল।
মাদরাসা শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য, উত্তর টাঙ্গাইল নূরানী শিক্ষক ফাউন্ডেশনের আয়োজনে নূরানী স্কলারশীপ পরীক্ষা ২০২৩ শুরু হয়েছে।
জানা যায় কালিহাতী, ধনবাড়ী, ঘাটাইল, মধুপুর, গোপালপুর, ভুঞাপুর উপজেলার বিভিন্ন মাদরাসার শিশু থেকে ২য় শ্রেণীর প্রায় ২১০০ ছাত্র ছাত্রী এতে অংশ নিচ্ছে।
প্রথমদিন শনিবার ১১ই নভেম্বর সকাল সাড়ে নয়টায় ধনবাড়ীর মাদরাসাতুন নূর ও মধুপুরের টেংরিতে অবস্থিত জামিয়াতুছ্ছুফ্ফা কেন্দ্রীয় কবরস্থান মাদরাসা কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় প্রায় ৪০০জন ছাত্র, ছাত্রী অংশ নেন।
আগামী ২৪নভেম্বর ঘাটাইল, কালিহাতী এবং ২৫ নভেম্বর গোপালপুর ও ভুঞাপুর উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরবর্তীতে ফলাফল ঘোষণা শেষে ৫০এর অধিক সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীদেরকে বাই সাইকেল, ক্রেষ্ট, সনদ, মেডেল, শিক্ষা উপকরণ দেয়া হবে।
মাদরাসা শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা আয়োজন করায় অভিভাবকগন উচ্ছাস প্রকাশ করে বলেন, জেনারেল স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা থাকলেও মাদরাসা শিক্ষার্থীদের জন্য এই প্রথম। অভিভাবকরা আয়োজকদের ধন্যবাদ জানান।
ধনবাড়ীর মাদরাসাতুন নূর মাদরাসার পরিচালক মাওলানা মামুনুর রহমান বলেন দ্বীনি শিক্ষাকে উন্নত, গতিশীল ও বেগবান করতে এই বৃত্তি পরীক্ষার গুরুত্ব অপরিসীম। এই পরিক্ষা অনুষ্ঠিত হওয়ায় আমরা অনেক খুশি, আমরা এই কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই।
উত্তর টাঙ্গাইল নূরানী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি, সাংবাদিক মুফতী মাহদী হাসান শিবলী বলেন, যে জাতি যত শিক্ষিত, সেই জাতি তত উন্নত। এখন মানুষ প্রচলিত শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তাই নূরানী শিক্ষাকে বেগবান করতে মেধা যাচাইয়ের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এতে অভিভাবক ও শিক্ষকদের ব্যাপক সাড়া ও সহযোগিতা পাচ্ছি।