উত্তাপের মধ্য দিয়ে শুরু হলো নতুন বছর। নির্বাচনের এক বছর বাকি থাকতেই শুরু হয়ে গেছে রাজপথ দখলের মহড়া। ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন হওয়ার কথা। ফলে নির্বাচনী বছর হিসেবে নতুন বছরে রাজপথ বেশ উত্তপ্ত থাকবে বলেই মনে করেন সবাই। যুগপৎ আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে মরিয়া থাকবে বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এরই মধ্যে শুরু হওয়া রাজপথ দখলের লড়াইয়ের 'চূড়ান্ত ফয়সালা' হবে এ বছরটিতে। অন্যদিকে, সংবিধান অনুযায়ী ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্পন্ন করতে দৃঢ়প্রতিজ্ঞ। নতুন বছরে দল গুছিয়ে বিরোধী দলের আন্দোলন মোকাবিলা করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার আপ্রাণ চেষ্টা করবে দলটি। এখনও দু'পক্ষের যে অনড় অবস্থান, তা বহাল থাকলে রাজপথে রক্তারক্তি অনিবার্য বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্নেষকরা। তাঁদের মতে, দেশ, গণতন্ত্র ও জনগণের বৃহত্তর স্বার্থে সংলাপের মাধ্যমে সৃষ্ট সংকটের সমাধান করা উচিত। তবে দেশের অতীত ইতিহাসের আলোকে বলা যায়, সংলাপের সম্ভাবনাও ক্ষীণ
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]