অলি আহমেদ বেতাগী প্রতিনিধিঃ বিদায় নিলেন বেতাগী উপজেলার কর্তব্য পরায়ণ মৎস্য অফিসার মোস্তফা-আল-রাজীব। ১ লা জুন ‘২০১৬ থেকে ৪ বছর ৭ মাস কর্মরত থেকে গত ২৯ ডিসেম্বর‘২০২০ নতুন কর্মকর্তার কাছে তার দায়িত্ব হস্তান্তর করার পর আজ মঙ্গরবার ভোর রাতে উপজেলাবাসীকে শেষ অভিবাদন জানিয়ে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় চলে যান। এ বিদায় চাকুরি জণিত বিদায়। একজন চাকুরের জীবনে এটা প্রাত্যহিক বিষয়। ক্ষণিকে-আসা, ক্ষণিকেই যাওয়া। তিনিও এর ব্যতিক্রম নন।
এ উপকূলীয় জনপদে কর্মকালে তিনি ঝিমিয়ে পড়া মৎস্য বিভাগকে নিয়ে গেছেন গতিশীলতার এক নতুন মাত্রায়। ঢেলে সাজিয়েছেন তার দপ্তরকে। জেলেরা ফিরে পায় প্রাণের সঞ্চার। তার সৃষ্টিশীল কর্মকান্ড উপজেলা বাসীকে পরিচিতি দিয়েছে জাতীয় পর্যায়ে। যার স্বীকৃতি স্বরুপ ইলিশ সম্পদ রক্ষায় ‘বেতাগী স্বেচ্ছা সেবক মডেল‘র উদ্ভাবক তরুণ এই কর্মকর্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পেয়েছেন জাতীয় মৎস্য -২০১৯ খ্রি: পুরস্কার।
এ উপজেলায় সরকারি দায়িত্ব পালণে সবর্দা সচেষ্ট ও নিষ্ঠাবান ছিলেন। সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্মকর্তাদের কাছে একজন ত্বরিৎকর্মা দক্ষ চাকুরে। অধীনস্থদের কাছে অতি মানবীয়, তবে ক্ষেত্র বিশেষ কঠোর। জেলে সমাজের কাছে প্রিয়। সাধারণের কাছে জণবান্ধব কর্মকর্তা আর ধর্মপরায়ণদের কাছে তিনি একজন আদর্শিক মানুষ হিসেবে যার প্রশংসা সকলের মুখে মুখে। এ ভাবেই তিনি সর্বত্র সততা,দক্ষতা ও স্বচ্ছতার উদাহরণ রেখে যান। তার উচ্চাসন, সুনাম ও সুখ্যাতি পৌঁছুক আরো চরম শিখরে এমনটাই প্রত্যাশা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]