শিরোমনি ডেস্ক রিপোর্ট:পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন চুক্তি ঘোষণা দেওয়ার পর অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত অকাস জোটকে সতর্ক করেছে চীন। আজ মঙ্গলবার বেইজিং বলেছে, অকাসের মিত্ররা ‘ভুল ও বিপজ্জনক পথে’ পা বাড়াচ্ছে। গত সোমবার যুক্তরাষ্ট্রের সানডিয়াগোর নৌঘাঁটিতে তিন দেশের নেতারা বৈঠকের পর অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন দেওয়ার চুক্তিটি চূড়ান্ত করেন।
গত সোমবার অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছে, চুক্তির আওতায় দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাঁচটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন কিনবে। এরপর একটি উচ্চাভিলাষী পরিকল্পনার অধীনে মার্কিন ও ব্রিটিশ প্রযুক্তির সমন্বয়ে একটি নতুন মডেল তৈরি করবে। দৃশ্যত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উদীয়মান চীনকে মোকাবিলায় পশ্চিমাদের শক্তি প্রদর্শনের অংশ হিসেবে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]