জেমস রহিম রানা যশোর জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ গত কয়েক বছরে বদলে গেছে যশোর শহর। সরকারি নানা প্রকল্পে এখন নির্মাণাধীন বড়বড় রাস্তা। হয়েছে আইটিপার্ক, মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কিন্তু শহর লাগোয়া এক প্রান্তিকপল্লীতে উন্নয়নের তেমন প্রভাব পড়েনি। আজও“বুনোপাড়া”নামে পরিচিত এই পল্লী ।এখানকার অধিবাসিদের জীবন মানএখনো পড়ে রয়েছে তলানিতেই। ‘আমরা তোগরীব মানুষ। সরকার, চেয়ারম্যান আমাগে কথা ভাবেনা। তোমাগে কোয়েকি অবে। ঠিক মতো ভাতই জোটেনা। ছাওয়াল, মাইয়েরাই সকুলি যাবে কীকইরে’? সরেজমিন যশোর সদর উপজেলার ধর্মতলার বুনোপাড়া নামে খ্যাত আদিবাসিপল্লী কর্মকার পাড়ায় গেলে বেশ আক্ষেপ করে এমন কথা শুনিয়ে দিলেন পঁয়তাল্লিশোর্ধ দিনমজুর সৌরভ কর্মকার। তারশীর্ণ টিনের ঘরের অপ্রশস্ত বারান্দায় বসে অভিযোগের প্রমাণও মিললো। পল্লীটিতে প্রায় ৪০টি আদিবাসী পরিবারের দুইশতাধিক মানুষের বাস। যাদের আবারএকটি বড় অংশ শিশু। কিন্তু শিশুদের অধিকাংশ শিক্ষা থেকে ঝরেপড়া। তাদেরই একদল ছোটাছুটি করছে বৃষ্টির পানিতে প্লাবিত সামনের ফাঁকা জায়গায়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]