ঋণখেলাপিদের নতুন করে ছাড় দেওয়ায় বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের বিবৃতিতে এ ক্ষোভ জানানো হয়।এতে বলা হয়, ঋণখেলাপিদের নতুন করে ছাড় দেওয়ার বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত বাস্তবে ঋণখেলাপি ও লুটপাটকারী ব্যবসায়ী গোষ্ঠীকে ব্যাংকে গচ্ছিত জনগণের কষ্টার্জিত আমানত লুটপাটে আরও উৎসাহ জোগাবে। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় লুটপাটকারী ব্যবসায়ী গোষ্ঠীকে তুষ্ট রাখতেই আওয়ামী লীগ সরকার এমন পদক্ষেপ নিয়েছে।
বিবৃতিতে অবিলম্বে বাংলাদেশ ব্যাংকের জারি করা এই বিজ্ঞপ্তি বাতিল, ঋণখেলাপিদের গ্রেপ্তার ও সম্পত্তি জব্দ করে খেলাপি ঋণ উদ্ধার এবং আর্থিক কেলেঙ্কারির বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ার দাবি জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক অধ্যাপক আব্দুস সাত্তার, কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ শাহ্ আলম, বজলুর রশিদ ফিরোজ, মাসুদ রানা, মোশরেফা মিশু, ইকবাল কবির জাহিদ এবং হামিদুল হক।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]