বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী মো. সালাউদ্দিন আহমেদ। সোমবার দুপুরে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ, টাঙ্গাইলের গোপালপুরের নলিনের ইমন মিয়ার মায়ের সাথে সাক্ষাৎ শেষে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ব্যাটারি চালিত অটোরিকশা প্রদান করেন এবং শহীদ ইমনের কবর জিয়ারত করেন।
পরে স্থানীয় নলিন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এসময় সাথে ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ-সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, গোপালপুর উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথানসহ টাঙ্গাইল জেলা এবং গোপালপুর ও ভুঞাপুর উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় মো. সালাউদ্দিন আহমেদ বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, আমাদের সন্তানেরা রক্তের বন্যায় ভাসিয়ে এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে। এই দেশ নতুন বাংলাদেশ, এই দেশে গনহত্যাকারীদের কোন রাজনীতি হবেনা।