একটু বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে মহাখালীর দক্ষিনপাড়া থেকে আইপিএইচ সংযোগ সড়কের। দীর্ঘদিনেও এই রাস্তাটিতে বর্ষাকালে চলাচলের কোন স্থায়ী সমাধানের ব্যাবস্থা করা হয়নি। প্রায় প্রতিবছরই বর্ষার সময়ে এই এলাকার মানুষকে এই রাস্তা দিয়ে মহাখালী ওয়ারলেস গেইট বা হাজারীবাড়িতে যেতে পোহাতে হয় দূর্ভোগ। মাঝে মাঝে কিছু উন্নয়ন কাজ হলেও বছর না ঘুরতেই একই দশা। স্থানীয়দের দাবী তারা এলাকার এই সমস্যা গুলোর স্থায়ী সমাধান চান।
তাদের মতে ঢাকার প্রাণকেন্দ্রের একটি এলাকা হলেও এই এলাকায় বিগত সময়ে তেমন দৃশ্যমান উন্নয়ন দেখা যায়নি। এমনকি এই এলাকার মানুষকে আইনী সেবা নিতে পর্যন্ত নির্ভর করতে হয় পার্শ্ববতী এলাকার বনানী থানার উপর কারন একটি সুবিশাল এলাকা হলেও এখানে এখনো নেই কোন পুলিশি থানা, নেই বেশির ভাগ ব্যংক বীমার কোন শাখা, এমন কি নেই কোন পূর্ণাঙ্গ পোস্ট অফিস, সবকিছুর জন্যই নির্ভর করতে হয় বনানী বা গুলশান এলাকার উপর।
অথচ এই এলাকায় রয়েছে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং এই এলাকায় বিভিন্ন সময়ে সংসদ সদস্য ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি এরশাদ সহ হেভিওয়েট রাজনৈতিক ব্যাক্তিরা। কিন্তু স্থানীয় জনগন বারবার আশায় বুক বাধলেও তাদের হতে হয়েছে হতাশ। হেভিওয়েটরা ভোটের সময় এসেছেন ভোটের পরে তারাও হয়েছেন বনানী গুলশান মুখী।
এছাড়াও বর্তমান সংসদ সদস্য চিত্রনায়ক ফারুক দীর্ঘদিন ধরে সিঙ্গাপুর চিকিতসাধীন রয়েছেন। তিনি সুস্থ ভাবে ফিরে আসার পর গুলশান বনানীর পাশাপাশি এই এলাকার উন্নয়েনে মনোযোগ দিবেন বলেই মানুষের আশা। যদিও স্থানীয় জনগনের অনেকের মতে বর্তমান স্থানীয় সরকার প্রতিনিধি এলাকার উন্নয়নের জন্য তার নিজ উদ্যোগে নানা চেষ্টা করে যাচ্ছেন, তিনি এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থাকেন এবং অনেকে তার সুফল পেয়েছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]