অনেকটা একতরফা নির্বাচনেও ৩৩ শতাংশ পদে হেরে গেছেন আওয়ামী লীগ প্রার্থীরা। জেলা পরিষদের এই ভোটে দলীয় প্রতীক না থাকলেও ক্ষমতাসীনরা সবক'টি জেলায় চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছিল। গতকাল সোমবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৪ জেলার মধ্যে অন্তত ১০ জেলার চেয়ারম্যান পদে তাঁদের ভরাডুবি ঘটেছে। এর মধ্যে ৯টিতেই জয় নিশ্চিত করেছেন নিজ দলের বিদ্রোহীরা। এই জেলাগুলো হচ্ছে- ফরিদপুর, ঝিনাইদহ, নরসিংদী, শেরপুর, দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, সুনামগঞ্জ ও কক্সবাজার। দিনাজপুরে অবশ্য জাতীয় পার্টির প্রার্থীর কাছে হেরেছে আওয়ামী লীগ। এর বাইরে বেশ কয়েকটিতে অল্প ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। পার্বত্য তিন জেলা বাদে ৬১ জেলার তপশিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে আদালতের নিষেধাজ্ঞায় চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালীর ভোট স্থগিত হয়ে যায়। ভোলা ও ফেনী জেলার চেয়ারম্যান ও অন্যান্য পদের সবাই বিনা ভোটে জয় নিশ্চিত করেন। গতকাল সারাদেশের ৫৭টি জেলায় ভোট নেওয়া হয়। এর মধ্যে ভোলা, ফেনীসহ ২৫টিতে শুধু চেয়ারম্যান পদে ভোটের আগে জয়ী হন আওয়ামী লীগ প্রার্থীরা। ফলে গতকাল চেয়ারম্যান পদে ভোট হয় ৩৪ জেলায়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]