কমল তালুকদার পাথরঘাটা বরগুনা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ মাত্র একটিবার ইলিশের জাল নদীতে ফেলামাত্রই ১৭০মন ইলিশ শিকার। আনন্দে উচ্ছ্বসিত ট্রলার মালিক জেলেমাঝিকে উপহার দিলেন স্বর্নের চেইন।জানাগেছে, পাথরঘাটা উপজেলা ছাত্রলীগ সভাপতি ও মৎস্য আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক এনামুল হোসাইনের এফ.বি.আল মদিনা ট্রলারটিতে এই মাছগুলো শিকার করে মঙ্গলবার তিরে ফিরে আসে। একবারে এতমাছ দেখে আনন্দে উচ্ছ্বসিত ট্রলার মালিক এনামুল জেলেমাঝী ইমরানকে মঙ্গলবার অর্ধলক্ষ টাকা মূল্যের ১টি স্বর্নের চেইন উপহার দেন।পাথরঘাটা পাইকারী মৎস্য বাজারে মঙ্গলবার ছোট বড় সাইজবেধে ইলিশগুলো ২১হাজার থেকে ৫২ হাজার টাকা মন দরে বিক্রি হতে দেখা যায়। জানা যায়, প্রায় ১৫ জন পাইকার মাছগুলো অর্ধকোটি টাকায় কিনে নেন।জেলেমাঝী ইমরান জানায়,গত শনিবার পাথরঘাটা থেকে ট্রলারের যাবতীয় রসদ নিয় তারা সমুদ্র যাত্রা করেন। বঙ্গোপসাগরের মৌডুবি বয়া থেকে অনেক গভীর এলাকায় জাল ফেলে এই পরিমাণ ইলিশ মাছ ধরতে সক্ষম হন তারা।এনামুল জানান, আমার জাল তিন কিলোমিটার লম্বা এবং ৩০ হাত খাড়া হওয়ায় অনেক গভীরে যেতে পারে এবং অনেক দূর বিস্তৃত হলে ইলিশ মাছ বেশি ধরা পড়ে।উপকূলের জেলেপল্লীতে যখন চলছিল চরম ইলিশ সংকট;ঠিক তখনই বরগুনার পাথরঘাটায় এফ.বি.আল মদিনা নামক একটি ইলিশ ধরা ট্রলার জানালো এমন চাঞ্চল্যকর খবর। এফ.বি.সাইফ-২ নামক অপর একটি মাছধরা ট্রলারও প্রায় ৫ সপ্তাহ আগে ২৭ মন ইলিশ শিকার করে ৮৭লক্ষ টাকা বিক্রি করে ঠিক একই রকম চাঞ্চল্যকর একটি খবর দিয়েছিল।
১ view