সাজ্জাদ স্বদেশী,( জেলা প্রতিনিধি):বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ‘বাহাত্তরের সংবিধান ফেলে দেওয়ার দাবিতে কার অধিকার রয়েছে? যারা বর্তমানে ক্ষমতায়, তারা তো বাহাত্তরের সংবিধান অনুসরণ করেই ক্ষমতায় এসেছে।’
আজ শনিবার বিকেলে শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে জেলা সিপিবির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সিপিবি নেতা জানান, রাজনীতির মাঠে দাঁড়িয়ে তাদের দলের কাজ হবে শ্রমিক, মেহনতি মানুষের স্বার্থ রক্ষা করা এবং দেশের সার্বিক মুক্তির জন্য সংগ্রাম দেশের রাজনীতিতে দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে মানুষের পাশে দাঁড়িয়ে সোচ্চার হওয়া এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় মুক্তির সংগ্রাম এগিয়ে নেওয়াই সিপিবির লক্ষ্য।
রুহিন হোসেন প্রিন্স বলেন,‘যারা সংবিধান পরিবর্তন করতে চান, তাদের উচিত জনগণের কাছে গিয়ে সমর্থন আদায় করা। যদি জনগণ তাদের এই পরিবর্তনের জন্য সমর্থন দেয়, তবে সংবিধান পরিবর্তন করা সম্ভব হবে।
এসময়ে তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে এবং ১৯৭১ সালের গণহত্যার বিচার অব্যাহত রাখতে হবে একই সাথে চব্বিশের গণহত্যার বিচারও দ্রুতবিচার ট্রাইব্যুনালে করতে হবে।
এসময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন , ‘আগামী নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে যতটুকু সংস্কার প্রয়োজন, তা দ্রুত বাস্তবায়ন করা উচিত। নির্বাচনের পর সংসদ সদস্যদের কাজ হবে জনগণের চাহিদা অনুযায়ী আইন প্রণয়ন করা, আর স্থানীয় সরকারকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।
সভায় সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কাজী রুহুল আমিন, জেলা কমিটির সাধারণ সম্পাদক সুশান্ত ভাওয়াল, শরীয়তপুর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এবং অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Notifications