রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
এক কোটি টিকাদান কর্মসূচি’ বাস্তবায়নে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালী
মৌলভীবাজার সদর প্রতিনিধি কপিল দেব দৈনিক শিরোমণিঃ আজ ২৪শে (ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকাল ১১.৩০ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত "২৬ ফেব্রুয়ারী শনিবার একদিনে এক কোটি দেশব্যাপী কোভিড-১৯ টিকাদান কর্মসূচি" বাস্তবায়ন ও টিকা গ্রহণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মৌলভীবাজার জেলা প্রশাসক অফিস চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। এসময়ে মৌলভীবাজার পৌরসভার মেয়র জনাব মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে উক্ত বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মীর নাহিদ আহসান মহোদয়। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয় ও মৌলভীবাজার জেলার সিভিল সার্জন জনাব ডাঃ চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ মহোদয়। এদিকে র্যালীর আয়োজক মৌলভীবাজার পৌরসভার মেয়র জনাব মোঃ ফজলুর রহমান জানান, গণটিকা কার্যক্রমে ১৮ বছর ও তদুর্ধে যেকোনো নাগরিক রেজিস্ট্রেশন ছাড়াই শুধু মোবাইল নম্বর দিয়ে কোভিড-১৯ টিকা গ্রহণ করতে পারবেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.