গাইবান্ধা জেলা প্রতিনিধি , দৈনিক শিরোমণিঃ মুরগিসহ ১২ প্রকার সবজি। বাজারে দাম কয়েকশত টাকা। তাই অনেকের পক্ষেই কেনা অসম্ভব। তাই বলে কি বঞ্চিত থাকবেন করোনা দুর্যোগে আর্থিক ক্ষতিগ্রস্থ মানুষ? করোনা দুর্যোগ কালিন হতদরিদ্র মানুষের জন্য একঝাঁক তরুণ এসব পণ্য দিচ্ছেন মাত্র এক টাকায়। অবিশ্বাস্য হলেও এক টাকার এই বাজার চালু হয়েছে গাইবান্ধায়। ঈদের দিন একটু ভালো খাবারের আশা পূরণের এ অয়োজন ফেসবুক ভিত্তিক সংগঠন আমাদের গাইবান্ধার তরুণ উদ্যোক্তাদের। ১২ রকম খাদ্য সামগ্রী মিলছে মাত্র এক টাকায়। এ যুগে কল্পনার বাইরে হলেও অসম্ভবকে সম্ভব করেন আয়োজকরা। প্রতীকী দামে কিনতে পেরে খুশি ক্রেতারা। এক টাকার এই বাজারের সুবিধাভোগী এক ক্রেতা বলেন, ১ টাকায় মুরগি পেয়েছি। এত সব বাজার কোথাও পাওয়া যাবে না। এক টাকা যে বাজার পাওয়া যায় তা বিশ্বাস হচ্ছিল না অনেকেরই। সুবিধাভোগীরা বলেন, করোনার মধ্যে এক টাকা বাজার তাদের জন্য অনেক বড় উপকার। করোনায় কর্মহীন মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গাইবান্ধা জেলা পরিষদের সহযোগিতায় হয় এমন আয়োজন। এই আয়োজনের তরুণ উদ্যোক্তারা বলেন, করোনার মধ্যে হত দরিদ্র মানুষরা কাউকে কিছু বলতে পারে না। আবার ঈদে অনেকের ঘরে তেমন কোনো আয়োজনও হবে না। এসব অসহায় মানুষ যারা কর্ম করতে পারছে না, তাদের পাশে থাকতে পেরে আমরাও আনন্দিত। ব্যতিক্রমী এই বাজার উদ্বোধন করে অসহায় মানুষের জন্য যেকোন আয়োজনে সহযোগিতার আশ্বাস দেন জনপ্রতিনিধি আতাউর রহমান। গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান বলেন, এমন উদ্যোগের সঙ্গে সব সময় রয়েছি। সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। এক টাকার এই বাজার থেকে দুই শতাধিক মানুষ ঈদ সামগ্রীসহ বিভিন্ন খাদ্যদ্রব্য সংগ্রহ করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]