ঢালিউড কুইন অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি তাকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে দেখা যায়। এরই অংশ হিসেবে শুক্রবার (৭ মে) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) নিম্ন আয়ের শিল্পী ও কলাকুশলীদের মাঝে ইফতার বিতরণ করেন তিনি।
একই দিনে বসুন্ধরা আবাসিক এলাকার কর্মজীবী অসহায় মানুষের মাঝেও ইফতার বিতরণ করেন জনপ্রিয় এই নায়িকা। গত বছর করোনার প্রথম ঢেউয়েও অপু বিশ্বাসকে স্বল্প আয়ের মানুষের মাঝে খাবার ও মাস্ক বিতরণ করতে দেখা গেছে।
অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ মুক্তি পায় ‘প্রিয় কমলা’ সিনেমাটি। ‘ছায়াবৃক্ষ’ সিনেমার অধিকাংশ শুটিং শেষ। এদিকে অনেক আগে শেষ করেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’ সিনেমার কাজ। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী।
তাছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। সিনেমাটি এখন মুক্তির দিন গুনছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]