কণ্ঠশিল্পী শিল্পী দুই বাংলায় জনপ্রিয় অঞ্জন দত্ত। তিনি একজন অভিনেতাও। পরিচালক হিসেবেও নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন তিনি।
শিগগিরই শুরু করতে যাচ্ছেন একটি নতুন ওয়েব সিরিজের কাজ। এতে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন চঞ্চল। তিনি জানান, গেল বৃহস্পতিবার অঞ্জন দত্ত এ বিষয়ে তার সঙ্গে কথা বলেন। আগামী অক্টোবরে এ ওয়েব সিরিজটি নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন অঞ্জন।
চঞ্চল চৌধুরী বলেন, ‘অঞ্জন দত্ত দাদার সঙ্গে আমার এরই মধ্যে দুই-তিনবার ওয়েব সিরিজে কাজ করা নিয়ে কথা হয়েছে। গল্প, চরিত্র এবং কোভিড পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে তাহলে অক্টোবরে হয়তো কাজটা করবো।
আর এটাও সত্যি যে তার নির্দেশনায় কাজ করার ইচ্ছে রয়েছে আমার। এখন সব সময়ের উপর নির্ভর করছে।’
এদিকে বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত আছেন চঞ্চল চৌধুরী৷ তারমধ্যে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ওয়েব সিরিজ ‘মুন্সিগিরি’র একদিনের শুটিং এখনো বাকী। আগামী শোক দিবসের আগে বা পরে এই ওয়েব সিরিজের শুটিং করার মধ্য দিয়েই তিনি লকডাউনের পরপর কাজে ফিরবেন।
এর পরপরই তিনি শঙ্খদাস গুপ্তের পরিচালনায় ওয়েব সিরিজ ‘বলি’র কাজে অংশ নেবেন। এটা শেষ করেই তিনি একই পরিচালকের ওয়েভ ফিল্মেও কাজ করবেন।
তারপর তানিম নূরের পরিচালনায় অন্য একটি ওয়েব সিরিজে কাজ করার কথা রয়েছে তার।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]