এবারের বইমেলা একঘণ্টা আগে শুরু হচ্ছে বলে জানিয়েছে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, প্রতি বছর বইমেলা দুপুর ৩টা থেকে শুরু হলেও এবার দুপুর ২টা থেকে শুরু হবে। তবে শুক্র ও শনিবার মেলা শুরু হবে সকাল ১১টা থেকে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে বইমেলা পরিচালনা কমিটির তৃতীয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা শুরুর প্রস্তুতি ছিল। কিন্তু করোনার সংক্রমণের কারণে তা দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়। আগামী ১৫ ফেব্রুয়ারি দুপুর ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী আরও বলেন, বইমেলা ২৮ ফেব্রুয়ারিতেই শেষ হচ্ছে কি না, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ২৮ তারিখের পরে জানা যাবে।
প্রতি বছর বইমেলা শুরু হয় পয়লা ফেব্রুয়ারি। ৩টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে। এবার এক ঘণ্টা আগে মেলা শুরু হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]