ভারতীয় তারকাদের হলিউড যাত্রার গল্পটা তাই বেশ পুরনো আর সমৃদ্ধ৷ এবার সেই তালিকায় যোগ দিলেন অভিনেত্রী আলিয়া ভাট।
জানা গেছে, আলিয়ার সঙ্গে হলিউডের সংস্থা উইলিয়াম মরিস এনডেভার চুক্তি হয়েছে। উইলিয়াম মরিস এনডেভার হলিউডের একটি মিডিয়া হাউস, সেই সঙ্গে এটি ট্যালেন্ট এজেন্সি হিসাবেও কাজ করে। এই এজেন্সির কাজই হল প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীদের খুঁজে বের করা। এই সংস্থার বদৌলতেই হলিউডে জায়গা পেয়েছেন বেন অ্যাফ্লেক, জেসিকা অ্যালবা, জেনিফার গার্নার, ক্রিশ্চিয়ান বেল, ম্যাট ডেমন সহ হলিউডের খ্যাতনামা তারকারা।
শুধু আলিয়া নয় এর আগে হলিউডের ট্যালেন্ট এজেন্সির সঙ্গে চুক্তি হয়েছে বলিউডে আরও কয়েকজন তারকার। 'স্লামডগ মিলিয়নিয়ার' ছবির অভিনেত্রী ফ্রিডা পিন্টোও এই সংস্থার মাধ্যমে হলিউডে বেশকিছু কাজ করেছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]