চোটের কারণে আগে থেকেই মাঠের বাইরে নেইমার। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) কোচ মাওরিসিও পচেত্তিনো বিশ্রামে রাখেন লিওনেল মেসিকেও। তবে এই দুই তারকার অনুপস্থিতি বুঝতে দেননি কিলিয়ান এমবাপে।
দারুণ ছন্দে থাকা ফরাসি স্ট্রাইকার জোড়া গোল করে জিতিয়েছেন পিএসজিকে। রবিবার রাতে পঞ্চম স্তরের দল ফিগনিসের বিপক্ষে ৩-০ গোলের জয় নিয়ে ফরাসি কাপে শুভসূচনা করেছে পিএসজি।
দুর্দান্ত ছন্দে থাকা কিলিয়ান এমবাপে করেন জোড়া গোল। পেনাল্টি থেকে আরেকটি গোল করেন মাওরো ইকার্দি। তবে এমবাপেই ওই পেনাল্টি আদায় করে নিয়েছিলেন।
ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারতো পিএসজি। ডি-বক্সের বাইরে থেকে ইকার্দির শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন ফিগনিস গোলরক্ষক। দ্বাদশ মিনিটে সার্জিও রামোসের ক্রসে ইকার্দি জালে বল পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়।
তবে ১৬ মিনিটে এসে ভুল করেই বসে ফিগনিস। এমবাপেকে আটকাতে গিয়ে ডি বক্সে ফেলে দেন তাদের এক খেলোয়াড়। পেনাল্টি থেকে এমবাপেই করেন গোল।
৩১ মিনিটে ফের বিপজ্জনক জায়গায় এমবাপেকে ফেলে দেয় ফিগনিস। এবার পেনাল্টিতে গোল করেন ইকার্দি। দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটের মাথায় দারুণ ফিনিশিংয়ে ব্যবধান ৩-০ করেন এমবাপেই।
জয়ের ব্যবধান আরও বড় হতে পারত। পিএসজি এর পরও চড়াও হয়ে খেলছিল। তবে স্বাগতিক গোলরক্ষক ইয়ান লে মিউর দক্ষতার সঙ্গে বেশ কয়েকটি সুযোগ নস্যাৎ করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]