মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)-২০২১ সালের পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু হচ্ছে আগামীকাল থেকে। বুধবার (২ ডিসেম্বর) থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ কার্ড বিতরণ শুরু করবে। শিক্ষার্থীরা নিজ নিজ স্কুল থেকে রেজিস্ট্রেশন কার্ড তুলতে পারবে।
মঙ্গলবার শিক্ষাবোর্ড সূত্রে থেকে জানা গেছে, রেজিস্ট্রেশন কার্ডে কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য প্রতিষ্ঠান প্রধানদের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে বোর্ডে আবেদন করতে হবে। এ সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ বা সংশোধনের আবেদন না করলে দায় প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে।
আর রেজিস্ট্রেশন কার্ড নেওয়ার আবেদনের সঙ্গে সর্বশেষ স্বীকৃতি নবায়ন ও কমিটির অনুমোদনপত্র দাখিল করতে হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]