জাতীয় দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট: আসসালামু আলাইকুম, যারা প্রবাসে আছেন তারাই বুঝতে পারে মাতৃভূমি হৃদয়ের কতটুকু জায়গা নিয়ে থাকে,দেশ ও দেশের মাটি ও মানুষ ছেড়ে প্রবাস জীবন কত কঠিন।
ওগো বাংলাদেশ মা তোমায় অনেক ভালোবাসি, দীর্ঘ ১৬টি বছর বাংলাদেশের মানুষের কাঁধের উপর এক মূর্তিমান বীভৎস কুৎসিত এক দানব, ফ্যাসিস্ট ও মাফিয়াতন্ত্রের অবৈধ সরকার প্রিয় মাতৃভূমিকে ধ্বংস করে দিয়েছে, হাজার হাজার খুন, গুম ও লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে।
বিগত জালিম বিদেশী প্রভুর দাদ লুটেরা ও ফ্যাসিবাদী খুনী হাসিনাকে অবৈধ ক্ষমতা হতে সরাতে বিদেশের মাটিতে যারা বাংলাদেশের জনগণের গনতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা, ও বিদেশে অর্থ পাচার কারী লুটেরাদের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত সৃষ্টির জন্য ভূমিকা রেখেছেন।
তাদের মধ্যে নিজেকে শামিল করতে পেরে আমি গর্বিত মনে করি, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই প্রবাস থেকে সকল ৫২ ভাষা আন্দোলনের শহীদদের, ৭১ অকুতোভয় বীর মুক্তিযুদ্ধা ও ২০২৪ জুলাই ও আগষ্টের অভ্যুত্থানের শহীদ ও আহতদের যাদের জীবনের আত্মদেন এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
ধন্যবাদ : মোহাম্মদ মমিনুল হক(মিলন) পরিচালক, পিস এন্ড জাস্টিস এলায়েন্স, কানাডা ও কানাডা হিউম্যান রাইটস অর্গানাইজেশন