স্পোর্টস ডেস্ক : পাকিস্তান দলে জায়গাটা শক্তভাবেই ধরে ফেলেছেন মোহাম্মদ রিজওয়ান। ইংল্যান্ডের প্রতিকূল কন্ডিশনেও টেস্ট সিরিজে যেভাবে খেলেছেন, তাতে নির্বাচকরা মেনে নিয়েছেন এখন প্রথম পছন্দের উইকেটরক্ষক তিনিই।
তবে জায়গা পাকা করে ফেলা রিজওয়ানও বাদ পড়তে পারেন ভবিষ্যতে, মনে করেন পাকিস্তানের বর্ষীয়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল। অন্ততপক্ষে টি-টোয়েন্টি ফরমেটে তাকে ওপেনিংয়ে নিয়ে আসার পরামর্শ দিলেন কামরান।
কামরান আকমলের এমনটা বলার পেছনে অবশ্য যুুক্তিও আছে। ইংল্যান্ডের মাটিতে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে দুটি হাফসেঞ্চুরিসহ ৪০.২৫ গড়ে ১৬১ রান করেন রিজওয়ান। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ খেলেও একটিতে ব্যাটিংয়ের সুযোগ পাননি।
‘পাকপ্যাশন’কে দেয়া সাক্ষাৎকারে আকমল বলেন, ‘সে টেস্টে ভালো করেছে। তবে আমার মনে হয়, ছোট ফরমেটে বিশেষ করে টি-টোয়েন্টিতে জায়গা করে নিতে সংগ্রাম করছে সে।’
রিজওয়ানের ক্যারিয়ার বাঁচাতে তাকে ওপেনিংয়ে নিয়ে আসাই বড় সমাধান মনে করেন আকমল। তার ভাষায়, ‘একমাত্র সমাধান হলো রিজওয়ানকে ওপেনার হিসেবে প্রতিষ্ঠিত করা। এটা তাকে দলে শুধু অপরিহার্যই করবে না, টিম কম্বিনেশনটাও দুর্দান্ত হবে।’
আকমল যোগ করেন, ‘তবে এখানে একটা সতর্কতাও আছে। নির্বাচকদের অনুরোধ করব যদি তারা রিজওয়ানকে অন্য ফরমেটেও খেলান, তবে তাকে আলাদা ফরমেটে আলাদাভাবে দেখতে হবে। এমন যেন না হয়, টি-টোয়েন্টিতে খারাপ করায় টেস্ট দল থেকে জায়গা হারিয়ে ফেলল কিংবা তার বিপরীতটা হলো।’
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]