সোনারগাঁ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নারায়ণগঞ্জ, সোনারগাঁ উপজেলার, ছোট সাদিপুর গ্রামে গভীর রাতে অভিযান চালিয়ে, অনুমতি বর্হিভূত ওরশ বন্ধ করে দেয় ইউএনও আতিকুল ইসলাম। গতকাল ৩০শে অক্টোবর (শনিবার) গভীর রাতে ভুক্তভোগী এলাকাবাসীর ৩৩৩ ও ৯৯৯ এ অভিযোগ এর প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। এসময় স্থানীয় এলাকাবাসী ও অভিবাবকরা জানান, সামনে শুরু হবে এস,এস,সি পরীক্ষা , এই সময় পরীক্ষার্থীরা দিনে-রাতে পরিশ্রম করে পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে। গভীর রাত পর্যন্ত উচ্চ আওয়াজে সাউন্ড সিস্টেম বাজিয়ে ওরস করায় পরীক্ষার্থীরা পড়েছে বিপাকে, যার ফলে অভিভাবক ও এলাকাবাসী মিলে সরকারি সহায়তা নিতে বাধ্য হন। তারা বলেন, স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় এখানে ওরসের আড়ালে জুয়া, মদ, গাজার আসর এবং পতিতাবৃত্তি সহ সংগঠিত হচ্ছে নানা অপর্কম। আর এসব অপকর্মে জড়িয়ে পড়ছে এলাকার কোমলমতি শিশুকিশোর ও বিভিন্ন বয়সের মানুষ। অভিভাবকরা আরো জানান, এতে এলাকার মানুষ নেশাগ্রস্তদের ফাদে পড়ে সর্বস্ব হারায়। এ সমস্যা থেকে মুক্তি পেতে ওরস কর্তৃপক্ষের কাছে বার বার অনুরোধ জানালে তারা আমাদের উল্টো ভয়ভীতি প্রদর্শন করে। উপায় না পেয়ে আমরা ৩৩৩ ও ৯৯৯ এর জরুরী সেবায় ফোন করলে ইউএনও স্যার এসে অভিযান চালিয়ে ওরস বন্ধ করে দেয়ায় এলাকা শান্ত হয়। মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর গ্রামের সাকোয়াত ও ফিরোজ নামের দুই ব্যক্তি ওরশ মোবারকের আয়োজন করেন। ওরশের নামে দুইদিন ব্যাপী গান বাজনা চলে গভীর রাত পর্যন্ত। তাদের গান বাজনার কারণে আশপাশের কয়েকটি গ্রামের মানুষের ঘুমের বেঘাৎ ঘটছে। এছাড়া ওরশের নামে বসে মাদকসেবীদের মিলন মেলা। এলাকার স্থানীয় মাদক সেবীরা অভিযুক্তদের সঙ্গে মিলিত হয়ে এরকম ওরশ প্রতি বছরই আয়োজন করে থাকেন। বিষয়টি নিয়ে এক প্রশ্নের জবাবে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আতিকুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা ছাড়া ওরশ ও গান বাজনা আইন বহির্ভূত। গত শনিবার রাতে সরকারি জরুরি সেবা ৯৯৯ এ আগত ফোনের মাধ্যমে খবর পেয়ে বেআইনীভাবে অনুষ্ঠিত ওরশে অভিযান চালিয়ে তা বন্ধ করে দেওয়া হয় এবং ঘটনাস্থল থেকে সাউন্ড সিস্টেম জব্দ ও একজনকে আটক করা হয়েছে।
১৫ views