ডেস্ক রিপোর্ট দৈনিক শিরোমণিঃ র্যাব-৬ যশোর কর্মকর্তা এম নাজিউররহমান বলেন র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে। এরই ধারাবাহিকতায় ইং তারিখ ০৯/০৮/২০২২ রাত ০১.৩০ ঘটিকার সময় র্যাব-৬,সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন যশোর পৌরসভার ৭নং ওয়ার্ডের শংকরপুর রেলরোড, রেল বাজারস্থ খাঁজা বেকারী এন্ড কনফেকশনারী দোকানের সামনে পাঁকা রাস্তার উপর কয়েকজন ব্যক্তি হাত বোমা সাদৃশ্য ককটেলসহ নাশকতা সৃষ্টি করার জন্য অবস্থান করছে। উক্ত ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে ১। মোঃ রানা (২১),পিতা-মোঃ রবিউল ইসলাম, মাতা- কাঞ্চন বেগম, সাং-শংকরপুর মুরগীর ফার্মগেট,থানা- কোতয়ালী মডেল, জেলা-যশোর’কে ০১ টি প্লাষ্টিকের বাজারের ব্যাগসহ আটক করে এবং অপর ০১ জন কৌশলে পালিয়ে যায়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত আসামীকে তল্লাশিকালে তার হেফাজতে থাকা ০১ টি সাদা প্লাষ্টিকের বাজারের ব্যাগের মধ্যে বিশেষভাবে রক্ষিত হাত বোমা সাদৃশ্য ০৩ (তিন) টি লাল কস্টেপ দ্বারা মোড়ানো ককটেল বোমা উদ্ধার পূর্বক জব্দ করে। আটককৃত আসামী মোঃ রানা’কে জিজ্ঞাসাবাদে তার ও পলাতক আসামীর নাম-ঠিকানা প্রকাশ করে। পলাতক আসামী ২। হোসেন গাজী (২২), পিতা – মোঃ ইব্রাহিম, সাং- শংকরপুর মুরগীর ফার্মগেট রেলওয়ে কলোনী, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর। আটককৃত আসামীকে আরো জিজ্ঞাসাবাদ ও পিসিপিআর যাচাই করে জানা যায়, তার বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে ০১ টি ও ০১ টি চুরি মামলা সহ মোট ০২ টি মামলা চলমান রয়েছে। উদ্ধারকৃত আলামত সহ আসামী ও পলাতক আসামীর বিরদ্ধে ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইন এর ৪/৫/৬ ধারায় যশোর জেলার কোতয়ালী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।