উজ্জ্বল কুমার দাস (কচুয়া,বাগেরহাট) প্রতিনিধি: পহেলা মার্চ ২০২১ রোজ সোমবার কচুয়া বাজার জিরো পয়েন্ট রোডে প্রান্তিক পর্যায়ে করোনা ভেকসিন গ্রহন নিশ্চিত করনেরলক্ষে সামাজ সেবা মূলক সংগঠন তারুণ্য একাত্তর এর উদ্যোগে সকাল ১০ টা হইতে দুপুর ২টা পর্যন্ত ফ্রী করোনা টীকারেজিস্ট্রেশন ক্যাম্প অনুষ্ঠিত।
স্বাস্থ্য সুরক্ষা মেনে তারুণ্য একাত্তরের উদ্যোগে ফ্রী রেজিস্ট্রেশন ক্যাম্পে উপস্থিত ছিলেন,এস এম মাহফুজুর রহমান, চেয়ারম্যান, কাচুয়া উপজেলা পরিষদ।
সুজিত দেবনাথ,উপজেলা নির্বাহী অফিসার,কাচুয়া উপজেলা।শিকদার হাদিউজ্জামান, চেয়ারম্যান, কাচুয়া সদর ইউনিয়ন পরিষদ।
গোলাম শোকরানা রাব্বানী আজাদ,সভাপতি,কাচুয়া উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতি।
রবিন্দ্র নাথ গাইন,ম্যানেজার,সোনালী ব্যাংক লিমিটেড, কাচুয়া উপজেলা শাখা।
তারুণ্য একাত্তর এর পক্ষে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা- সাজাত হোসেন শাওন, প্রতিষ্ঠাতা সদস্য- রিয়াজুল ইসলাম রাতুল, তানভিরুল ইসলাম সুফল, আল আমিন শেখ, ইমরান শিকদার, আমিত শাহা,ইমরান কাজী, শাহিন শেখ, মোল্লা জুয়েল প্রমুখ।
রেজিস্ট্রেশন ক্যাম্প সম্পর্কে সাজাত হোসেন শাওন বলেন, একজন বাংলাদেশী নাগরিক হিসেবে করোনা টিকা আমাদের অধিকার। বাংলাদেশের সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে প্রত্যেকটি মানুষের জন্য দ্রুত সময়ের মধ্যে করোনা টিকা নিশ্চিত করার জন্য। আর এই করোনা মহামারী প্রতিরোধে বাংলাদেশ সরকার এর টিকা কার্যক্রমে শামিল হতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এমন সেবা মূলক কাজ আমাদের ভবিষ্যতেও চলমান থাকবে ইনশাল্লাহ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]