উজ্জ্বল কুমার দাস (কচুয়া,বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাট জেলার কচুয়া উপজেলার হতদরিদ্র পরিবারের আয় বৃদ্ধিমূলক কর্মসূচি ২০২১ এর আওতায় চা ও মুদি মালামাল বিতরণ করা হয়েছে।
২৭ এপ্রিল মঙ্গলবার বিকাল ৩ টায় কচুয়া এপির সামনে করোনা কালীন সুরক্ষা মেনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির পক্ষ থেকে হতদরিদ্র ১২ টি পরিবারের উপকার ভোগীদের মাঝে সর্বমোট ২ লক্ষ ৩৫ হাজার ৩ শত ৫৬ টাকা মূল্যের মালামাল বিতরণ করা হয়।এর মধ্যে ২ জন ছিলেন চায়ের দোকানদার বাকি ১০ জন ক্ষুদ্র মুদি দোকানদার।এসময় মুদি দোকানিদের প্রতিজনকে১৯,৬৮৭ টাকা,চায়ের দোকানিদের প্রতি জনকে ১৯,২৪৩ টাকার মালামাল হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া এপি ম্যানেজার তপন কুমার মন্ডল,প্রোগ্রাম অফিসার বিপ্লব মন্ডল,বিপ্লব ইসহাক সরদার, কল্লোল বেনজামিন দাস,রিপন হালদার,ঈশিতা বৈরাগী,পলাশ রন্জন সরকার।এছাড়াও গ্রাম উন্নয়ন কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাটি এ উপজেলার ৭ টি ইউনিয়নের ৫ টি ইউনিয়নে বহুদিন ধরে স্পনসরশীপ প্রকল্পে অন্তর্ভুক্ত নিবন্ধিত আরছি পরিবারের হতদরিদ্র সদস্য ও এলাকার নানা মুখি উন্নয়ন কাজ পরিচালনা করে আসছে।
১৮ views