উজ্জ্বল কুমার দাস(কচুয়া,বাগেরহাট) প্রতিনিধি ,দৈনিক শিরোমণিঃ
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির পক্ষ ১৫ লক্ষ ৯৩ হাজার টাকা মূল্যের মোট ৫৯ জন হতদরিদ্র পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।এ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাটি দীর্ঘদিন ধরে কচুয়া উপজেলার ৭ টি ইউনিয়নের মধ্যে ৫ টি ইউনিয়নে ৬ টি পিএফএ শিশু ও তাদের পরিবারের রুপান্তর মুখি উন্নয়নে কাজ করে আসছে।এছাড়াও সংস্থাটি করোনা কালীন পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ এবং হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা সহ নানা মুখি সচেতন মুলক কাজ করে আসছে।যার ধারাবাহিকতায় হতদরিদ্র পরিবারের জীবন মান উন্নয়নে স্বাস্থ্য বিধি মেনে সুরক্ষা উপকরণ নিশ্চিত করনের মধ্যে দিয়ে ২৪ মে সোমবার ও ২৫ মে মঙ্গলবার দুদিন কচুয়া এপির পক্ষ থেকে ৫৯ জন হতদরিদ্র নিবন্ধিত আরছি পরিবারের মাঝে সম্পূর্ন ফ্রী প্রতিজনকে ২৭ হাজার টাকা মূল্যের ১ টি করে বকনা বাছুর প্রদান করা হয়।গত ফেব্রুয়ারী মাসে আরো বেশ কিছু পরিবারের মাঝে এ ধরনের সহায়তা প্রদান করে সংস্থাটি।বকনা বাছুর ছাড়াও এ এলাকার হতদরিদ্র ক্ষুদ্র ব্যবসায়িদের মালামাল, চায়ের দোকানের মালামাল ও সেলাই মেশিনের কাজ করে এমন মহিলাদের ছিটকাপড় প্রদান করেন।এছাড়াও ভ্যানগাড়ি প্রদান করার জন্য বেশকিছু হতদরিদ্র পরিবার নির্বাচন করা হয়েছে। চলমান রয়েছে নানা মুখি উন্নয়ন পরিকল্পনা।উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিল কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত মহল,কচুয়া এপি ম্যানেজার তপন কুমার মন্ডল,প্রোগ্রাম অফিসার দিনা পাটোয়ারী,বিপ্লব ইসহাক সরদার,কল্লোল বেনজামিন দাস,বিপ্লব মন্ডল,ইসিতা বৈরাগী,রিপন হালদর,ভিডিসি সদস্য প্রনব কুমার সাহা প্রমূখ।