উজ্জ্বল কুমার দাস (কচুয়া,বাগেরহাট)প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান বিষয়ক উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে কচুয়াতে কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।১৮ জুন শুক্রবার কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে কচুয়া কর্মরত প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।প্রেস ব্রিফিংএ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের উদ্দেশ্য বলেন,মুজিব বর্ষ উপলক্ষে দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশ বাস্তবায়নের দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চালু রয়েছে।সে লক্ষ্যে আশ্রয়ন প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ৬৬ হাজার ১শত ৮৯ পরিবারকে একক জমি ও গৃহ প্রদান সহ ৩ হাজার ৭শত ১৫ পরিবারকে পূর্নবাসন করেছেন।চলমান প্রকল্পের আওতায় আগামী ২০ জুন রবিবার সকাল ১০.৩০ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ২য় পর্যায়ে ৫৩ হাজার ৩ শত ৪০ টি পরিবারকে একক জমি ও গৃহ প্রদান কার্যক্রম এর শুভ উদ্বোধন করবেন। এর ধারাবাহিকতায় কচুয়া উপজেলায় ১৭ টি ঘর হস্তান্তরের জন্য নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।এর মধ্যে ৯টি ঘর বাধাল ইউনিয়নের রঘুদত্তকাঠী,রাড়িপারা ইউনিয়নের শিবপুরে ৫টি,কচুয়া সদর ইউনিয়নের টেংরাখালী ২ টি এবং গিমঠাকাঠী গ্রামে ১টি।২০ তারিখে উদ্বোধনের পর ১৭ টি ঘর চিহ্নিত উপকার ভোগীদের মাঝে বুঝিয়ে দেওয়া হবে।এর আগে প্রথম ধাপে প্রকল্পের আওতায় আরো ৩৬ জনের মাঝে এ ঘর হস্তান্তর করা হয়েছে।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,তাদের বিদ্যুৎ ও নিরাপদ পানির সমস্যা সমাধানের জন্য পল্লী বিদ্যুৎ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর সাথে যোগাযোগ করা হয়েছে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।এছাড়াও স্থানীয় জনদুর্ভোগ সহ নানামুখী সমস্যার বিষয় নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।এদিন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত মহলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সিকদার ফিরোজ আহম্মেদ,কচুয়া প্রেস ক্লাবের সভাপতি খন্দকার নিয়াজ ইকবাল,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া শাখার আহবায়ক মীর আওসাফুর রহমান মারুফ,প্রেস ক্লাবের সম্পাদক কাজি সাইদুজ্জামান এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা সরোয়ার,বিএমএসএফ এর যুগ্ম আহবায়ক দিদার জাহিদুল ইসলাম বুলু,সদস্য সচিব সূর্য্য চক্রবর্তী,দৈনিক ইতি কথা পত্রিকার সম্পাদক ও দৈনিক তৃতীয় মাত্রর সাংবাদিক উজ্জ্বল কুমার দাস সহ বিভিন্ন গণমাধ্যম ও সংবাদপত্রে কর্মরত সাংবাদিকবৃন্দ।
২৭ views