উজ্জ্বল কুমার দাস (কচুয়া,বাগেরহাট)প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
টীকা নিন সুস্থ থাকুন এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে বিনামূল্যে করোনা ভ্যাকসিন রেজিষ্ট্রেশন কার্যক্রম।স্থানীয় সরকার বিভাগ(মঘিয়া ইউনিয়ন)এর সহযোগিতায় উপজেলার মঘিয়া ইউনিয়নের ছোটআন্ধারমানিক,বড়আন্ধারমানিক,চরসোনাকুড়,সোনাকুড় গ্রাম উন্নয়ন কমিটি ও একই এলাকার কৃষ্ণচূড়া শিশু ফোরাম,খেয়া শিশু ফোরাম,সোনারতরী শিশু ফোরাম এর যৌথ আয়োজনে বিনামূল্যে করোনা ভ্যাকসিন রেজিষ্ট্রেশন কার্যক্রম পরিচালনা করছে।
আন্ধারমানিক মাধ্যমিক বিদ্যালয়ে ১৩ সেপ্টেম্বর সোমবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ১৯ শে সেপ্টেম্বর বিকাল ৪টা পর্যন্ত।এবিষয়ে কৃষ্ণচূড়া শিশু ফোরামের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন,আমরা শিশুদের জন্য শিশুরা মিলে এলাকার উন্নয়ন ও শিশুদের নানা মুখি অধিকার বাস্তবায়নের কাজ করে আসছি।ধারাবাহিক কাজের অংশ হিসাবে স্থানীয় সরকার বিভাগ ও গ্রাম উন্নয়ন কমিটির সাথে যৌথ ভাবে বিনামূল্যে করোনা ভ্যাকসিন রেজিষ্ট্রেশন কার্যক্রম পরিচালনা করছি।ইতি মধ্যে একদিনে অনেকেই রেজিষ্ট্রেশন কার্যক্রমে অংশ নিয়েছে।তিনি আশা করেন তাদের মাধ্যমে অনেকেই রেজিষ্ট্রেশন করে টীকা নিয়ে উপকৃত হবে।ছোট আন্ধারমানিক গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ বলেন,আমরা এ কাজে স্থানীয় সরকার ও শিশু ফোরামকে সম্পৃক্ত করে কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করছি।রেজিষ্ট্রেশন কার্যক্রমে জনগণের অংশ গ্রহণ নিশ্চিত করতে আমরা গত ১৩ সেপ্টেম্বর ইউনিয়নের বিভিন্ন যায়গা মাইকিং করেছি।এছাড়াও আমাদের শিশু ফোরামের প্রতিনিধি ও গ্রাম উন্নয়ন কমিটির সদস্যরা এ কাজে সহায়তা করেছে।এধরণের সচেতন মূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।এছাড়াও এ উপজেলার মোট ৭ ইউনিয়নের ৫ টি ইউনিয়নে ৬৫ টি গ্রাম উন্নয়ন কমিটি ও ৬৫ টি শিশু ফোরাম কমিটি এলাকার নানা মুখি সচেতন মূলক কার্যক্রম ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে।তাদের এধরণের কার্যক্রমে উপজেলা প্রশাসন,আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য,নারী শিশু অধিদপ্তর,স্থানীয় সরকার,সুশীল সমাজের প্রতিনিধি,ধর্মীয় নেতা,আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপি সহ অনেকে সহায়তা করেছে।
২ views